‘অবৈধ অভিবাসী’ প্রসঙ্গে সেলেনাকে লক্ষ্য করে মন্তব্য ট্রাম্পের

‘অবৈধ অভিবাসী’ প্রসঙ্গে সেলেনাকে লক্ষ্য করে মন্তব্য ট্রাম্পের

অভিবাসন ইস্যুতে সেলেনা গোমেজকে খোঁচা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিতাড়নে কঠোর অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে পরিচালিত হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ, যেখানে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। তবে ট্রাম্প-সমর্থকদের সমালোচনার মুখে ভিডিওটি মুছে ফেলেন তিনি। এবার নতুন এক ভিডিও পোস্ট করে সেলেনাকে খোঁচা দিলেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের ভিডিও বার্তা

গতকাল শুক্রবার হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন ট্রাম্প। ভিডিওতে তিন নারীকে দেখানো হয়, যারা দাবি করেন, তাদের সন্তান অবৈধ অভিবাসীদের হাতে নিহত হয়েছে। ভিডিওতে এক নারী বলেন, ‘আমি ভিডিওটি দেখার পর বিশ্বাস করতে পারিনি, কারণ তিনি একজন অভিনেত্রী।’ তিনি আরও বলেন, ‘আমি আমার সন্তানকে হারিয়েছি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের কারণে হাজারো মা তাদের সন্তান হারিয়েছেন।’

ভিডিওতে সেলেনার নাম উল্লেখ না করা হলেও, এটি যে তাকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে, তা স্পষ্ট।

সেলেনার আবেগঘন বার্তা ও সমালোচনা

গত সপ্তাহে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা এক ভিডিওতে সেলেনাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘আমি খুবই দুঃখিত। অনেকেই হামলার শিকার হচ্ছেন, এমনকি শিশুরাও রেহাই পাচ্ছে না। আমি বুঝতে পারছি না, কী ঘটছে। যদি আমি কিছু করতে পারতাম! তবে আমি প্রতিজ্ঞা করছি, সম্ভব সবকিছু করব।’

এই ভিডিও প্রকাশের পর অভিবাসন বিষয়ে তার অবস্থানের জন্য অনেকে তাকে কঠোর সমালোচনা করেন। কেউ কেউ তার যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন এবং তাকে দেশ ছাড়ার আহ্বান জানান। প্রবল সমালোচনার মুখে পড়ে সেলেনা ভিডিওটি মুছে ফেলেন।

সেলেনার অভিবাসন-সংক্রান্ত অবস্থান

এর আগেও ট্রাম্পের অভিবাসননীতির সমালোচনা করেছিলেন সেলেনা গোমেজ। ২০২৪ সালের অক্টোবরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি সবসময় মানুষের পাশে দাঁড়াতে চাই।’

উল্লেখ্য, সেলেনার পরিবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে এসে স্থায়ী হয়। ১৯৭০ সালে তার দাদা-দাদি ও ফুফু সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং টেক্সাসে বসবাস শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published.