মাছরাঙা টেলিভিশনে আজ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে এই প্রতিযোগিতা। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
বাংলাদেশের সব বিভাগ মিলিয়ে ১১টি অডিশনের মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করা হয়। এরপর ঢাকায় গ্র্যান্ড অডিশনের মাধ্যমে নির্বাচিতদের নিয়ে শুরু হবে স্টুডিও রাউন্ড।
এ পর্বে প্রতিযোগীদের রান্নার দক্ষতা ছাড়াও পরিবেশনা, উপস্থাপন, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় কৌশল, নেতৃত্বগুণ, ব্যবসায়িক দক্ষতা ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তা যাচাই করা হবে। এসব বিচার্য বিষয়ের ওপর ভিত্তি করেই নির্বাচিত হবেন ‘সেরা রাঁধুনী সিজন ৮’।
অডিশন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন নাঈম আশরাফ, রাহিমা সুলতানা এবং বিগত সিজনের সেরা রাঁধুনীরা। স্টুডিও রাউন্ডে তাদের সঙ্গে যুক্ত হবেন জনপ্রিয় তারকা পূর্ণিমা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী মৌ, আর প্রযোজনায় রয়েছেন অজয় পোদ্দার।
Leave a Reply