সাম্প্রতিক সময়ে একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করে আলোচনায় এসেছেন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। নাটকের ব্যস্ততাও রয়েছে তার। আসন্ন ঈদে তিনি তিনটি নতুন মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকেও হাজির হচ্ছেন।
ঈদ উপলক্ষে অলংকার অভিনীত নাটকের তালিকায় রয়েছে জিয়াউদ্দিন আলমের চোরের সার্টিফিকেট ও শুভ্র আহমেদের নাটক কম করো প্রিয়। প্রথমটিতে তার বিপরীতে রয়েছেন আফজাল সুজন, আর দ্বিতীয়টিতে শিবলী নোমান। এছাড়াও আরও কয়েকটি নাটকে কাজের পরিকল্পনা রয়েছে তার।
ঈদের পর একটি সিনেমার কাজেও যুক্ত হতে চলেছেন অলংকার। ঈদে নিজের কাজ প্রসঙ্গে তিনি বলেন, “নারীকেন্দ্রিক সুন্দর গল্পগুলো আসছে আমার কাছে। আমি চরিত্রটি ভালোভাবে বুঝে তারপর কাজ বেছে নিই। সত্যি বলতে, অনেক নাটকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, কারণ গল্প কিংবা চরিত্র কোনোটি আমার ভালো লাগেনি। দর্শকের ভালোবাসা অনুভব করি, তবে তারা যে ধরনের গল্পে আমাকে দেখতে চান, তেমন কাজের সুযোগ এখনো কম আসছে। তবে আমি মনে করি, সামনে আমার জন্য আরও ভালো সময় আসছে।”
এবারের ঈদে অলংকারকে দেখা যাবে আকাশ-রিমির গাওয়া জামাই আদর, ডলি সায়ন্তনীর এই জামানার মেয়ে এবং সাবরিনা সাবার আগুন লাগাইয়া দিলো কনে—এই তিনটি গানের মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিওগুলো পরিচালনা করেছেন যথাক্রমে শুভ্র মেহরাজ, সৈকত রেজা ও নাজমুল ইভান।
Leave a Reply