‘আমি কাঁদছি, রুনা লায়লা আমাদের গানটি শেয়ার করেছেন’

‘আমি কাঁদছি, রুনা লায়লা আমাদের গানটি শেয়ার করেছেন’

ঈদ মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমা, নতুন গান, আর উৎসবের আনন্দ। এবারের ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

এর মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া ও সজল অভিনীত ছবি ‘জ্বীন ৩’। সম্প্রতি ছবির পোস্টার এবং একটি গান প্রকাশিত হয়েছে।

‘কন্যা কন্যা, কন্যা রে, বলব মনের কথা শোননা রে’- এমন কথার গানে দৃশ্যায়ন হয়েছে এক উজ্জ্বল উৎসবের আবহ, যেখানে নুসরাত ফারিয়ার ট্র্যাডিশনাল সাজের নাচের দৃশ্য দর্শকদের মনে দারুণ স্থান করে নিয়েছে। শাড়ি-গহনাতে নুসরাতের বাঙালিয়ানায় নাচই বিশেষভাবে দর্শকদের মন জয় করেছে।

গানটি প্রকাশের একদিন পর বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা সেটি নিজের ফেসবুকে শেয়ার করেন। এই অভ্যর্থনায় আপ্লুত হয়ে কেঁদে ফেলেন নায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে গানটি শেয়ার করে রুনা লায়লা লেখেন, ‘খুবই সুন্দর। অভিনন্দন ইমরান-কনা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে।’

রুনা লায়লার এমন মন্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি ফারিয়া। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি কাঁদতেছি, রুনা লায়লা আমাদের গান শেয়ার করেছেন!’

পাশে থাকা সজলকে দেখিয়ে ফারিয়া বলেন, ‘তুমি কি এটা বিশ্বাস করছ? এই দেখো, আমি খুবই আবেগাপ্লুত।’

‘জ্বীন ৩’ ছবির এই গানটি মুক্তি পেতেই যেন ঈদের আবহ ছড়িয়ে পড়ে। নেটিজেনরা মন্তব্য করছেন, ‘গানটি শুনে ঈদ ঈদ ভাব চলে এসেছে। এখন পর্যন্ত এটাই সেরা গান।’

রবিউল ইসলাম জীবনের কথায় গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। গানটির সুরও করেছেন ইমরান। ইতোমধ্যে গানটি শুনে ফেসবুকে শেয়ার করেছেন বিভিন্ন তারকা, যেমন চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা। তাদের মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন নুসরাত ফারিয়া ও ইমরান মাহমুদুল।

Leave a Reply

Your email address will not be published.