আলিয়ার কান উৎসবে অভিষেক

আলিয়ার কান উৎসবে অভিষেক

কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হতে চলেছে আলিয়া ভাটের

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্প্রতি নিজের জন্মদিনের আগে এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। ৭৮তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে, যার মনোনয়ন তালিকা প্রকাশিত হবে এপ্রিলের মাঝামাঝি। খবর ফিল্ম ফেয়ারের।

অভিনয়ের দক্ষতা ও বহুমুখী চরিত্রে অভিনয়ের জন্য আলিয়া বরাবরই দর্শকদের মুগ্ধ করেছেন। এবার বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চে উপস্থিত হয়ে তার কেরিয়ারে নতুন মাত্রা যোগ করতে চলেছেন।

ভারতীয় তারকাদের মধ্যে এর আগে ঐশ্বরিয়া রায় বচ্চন ২০০২ সালে প্রথমবার কান উৎসবে অংশ নেন এবং তারপর থেকে নিয়মিত রেড কার্পেটে হাজির হচ্ছেন। দীপিকা পাড়ুকোন ২০১০ সালে অভিষেকের পর প্রায় প্রতি বছরই এই উৎসবে অংশ নিয়েছেন। এছাড়া সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও আনুশকা শর্মার মতো তারকারাও কানের রেড কার্পেটে নজর কেড়েছেন।

গত বছর ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া তার ছবি All We Imagine As Light দিয়ে গ্র্যান্ড প্রিক্স জয় করেন। এছাড়া, এফটিআইআই-এর ছাত্র চিদানন্দ এস নাইরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Sunflowers Were the First Ones to Know লা সিনেফ পুরস্কারে ভূষিত হয়। পাশাপাশি, অনসূয়া সেনগুপ্ত ‘দ্য শেমলেস’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েন।

এবার আলিয়া ভাটের কান অভিষেকও ভক্তদের জন্য নতুন উত্তেজনার উপলক্ষ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published.