ইসলামের মহৎ উদ্দেশ্য ও মানব জীবনের শ্রেষ্ঠত্ব

ইসলামের মহৎ উদ্দেশ্য ও মানব জীবনের শ্রেষ্ঠত্ব

ইসলাম: জীবনের উদ্দেশ্য, বিধিবিধান এবং আদর্শ মানুষ

মানুষের জীবনের লক্ষ্য অনুধাবন করে সফল হওয়ার জন্য মহান আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, তার নাম ইসলাম। ইসলামি বিধানসমূহ শরিয়াহ নামে পরিচিত, যার অর্থ পথ বা পন্থা। এই পথেই মানুষ দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করতে পারে। শরিয়তের অন্তর্নিহিত পাঁচটি মৌলিক লক্ষ্যকে পরিভাষায় মাকাসিদুশ শরিয়াহ বলা হয়। এগুলো হলো:
১. জীবনের সুরক্ষা
২. সম্পদ বা জীবিকার সুরক্ষা
৩. জ্ঞানের সুরক্ষা
৪. বংশধারার পবিত্রতা
৫. ধর্ম ও বিশ্বাসের সুরক্ষা

মানুষের সৃষ্টির উদ্দেশ্য

মহান আল্লাহ ভালোবেসে সমগ্র সৃষ্টি জগত নির্মাণ করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য এবং পৃথিবীতে খিলাফতের দায়িত্ব দিয়েছেন। যারা এ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, তাদের মর্যাদা দেওয়া হবে আল্লাহর বেলায়াত বা বন্ধুত্ব লাভের মাধ্যমে।

আল্লাহ তাআলা বলেন,

  • “আমি জিন ও ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।” (সুরা জারিয়াত, আয়াত: ৫৬)
  • “আমি পৃথিবীতে প্রতিনিধি (খলিফা) প্রেরণ করছি।” (সুরা বাকারা, আয়াত: ৩০)

আল্লাহর প্রিয় বান্দার গুণাবলি

কোরআনে আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরে বলেন,

  • তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খদের সঙ্গে সদ্ব্যবহার করে।
  • তারা যথার্থ কারণ ছাড়া কাউকে হত্যা করে না এবং ব্যভিচার থেকে বিরত থাকে।
  • তারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্মে লিপ্ত থাকে।
  • তারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার কাজে লিপ্ত হয় না।
  • তারা প্রার্থনা করে: “হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তানসন্ততি দান করুন, যারা আমাদের জন্য নয়নপ্রীতিকর হবে এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন।” (সুরা ফুরকান, আয়াত: ৬৩-৭৫)

শ্রেষ্ঠ মানুষের আচরণ

মহান আল্লাহ শ্রেষ্ঠ মানুষের গুণাবলি প্রসঙ্গে বলেন:

  • “মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল এবং তাঁর সঙ্গীরা কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে দয়ালু। তারা আল্লাহর সন্তুষ্টি কামনায় রুকু ও সিজদায় নিমগ্ন।” (সুরা ফাতহ, আয়াত: ২৯)

মানুষের জীবনের উদ্দেশ্য এবং ইসলামের পথে চলার গুরুত্ব কোরআন ও সুন্নাহর মাধ্যমে স্পষ্টভাবে নির্ধারিত। এ পথেই রয়েছে প্রকৃত সফলতা।

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি;
সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম

Leave a Reply

Your email address will not be published.