“ঈদে নাদিয়ার বেকার বারেকের বিশেষ আয়োজন”

“ঈদে নাদিয়ার বেকার বারেকের বিশেষ আয়োজন”

ছোট পর্দার জনপ্রিয় এবং ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নাটক ও বিজ্ঞাপন নিয়ে বছরের প্রায় পুরো সময়টাই তার শুটিং শিডিউল ভর্তি থাকে। নির্মাতাদের কাছেও নাদিয়া অত্যন্ত চাহিদাযুক্ত অভিনেত্রী। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক রয়েছে, যেগুলো শিগগিরই টেলিভিশনে প্রচারিত হবে। পাশাপাশি, আসন্ন ঈদুল ফিতরের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি, এবং এসব নাটকের শুটিং নিয়ে রাতদিন কাজ করছেন।

এবারের ঈদে নাদিয়ার প্রায় ২০টি নাটক প্রচারের জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ নাটক ‘বেকার বারেক’। এটি ঈদের দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনের পর্দায় এবং মাছরাঙা ড্রামায় প্রচার হবে। নাটকটি নিয়ে নাদিয়া বলেন, “প্রতি ঈদেই আলহামদুলিল্লাহ কাজের ভালো ব্যস্ততা থাকে, এবারের ঈদেও তা আছে। তবে এই ঈদের নাটকগুলোর গল্পগুলো একেবারে ভিন্ন ধরনের, যা নিয়ে আমি অনেক আশাবাদী। এর মধ্যে কিছু বিশেষ নাটকও রয়েছে, যেগুলোর প্রতি আমার প্রত্যাশা অনেক বেশি। এছাড়া, এই ঈদে মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার একটি বিশেষ নাটক আসছে, যার নাম ‘বেকার বারেক’। ভাইয়ের সঙ্গে এর আগে অনেক কাজ করেছি, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে নতুন কিছু বলার নেই। আশা করছি নাটকটি সবার কাছে ভালো লাগবে।”

সাইফ আহম্মেদের রচনা ও পরিচালনায় ‘বেকার বারেক’ নাটকটিতে নাদিয়া ও মোশাররফ করিম ছাড়াও আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, শহিদুল্লাহ সবুজ, সাইফ আহমেদ রামমিত্র হিমেল, সাইফুল সরকার প্রমুখ। ঈদ ছাড়াও, নাদিয়া টেলিভিশন ধারাবাহিক এবং বিজ্ঞাপনের কাজে ব্যস্ত থাকছেন।

Leave a Reply

Your email address will not be published.