ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। এবারও ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে ৯টি সিনেমা। এসব তারকাবহুল সিনেমা নিয়ে কেউ আগে থেকেই প্রচারে নেমেছে, কেউ আবার ঈদ সামনে রেখে সরব হয়েছে। কিন্তু প্রচারণার দৌড়ে এগিয়ে কে—শাকিব, নিশো, সিয়াম, মোশাররফ নাকি বুবলী, নুসরাত ফারিয়া?
সিয়াম আহমেদের ‘জংলি’ দীর্ঘদিন ধরেই আলোচনায়। গত বছর ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা থাকলেও পিছিয়ে যায় সিনেমাটি। অবশেষে এবার ঈদুল ফিতরে আসছে ‘জংলি’। মোশন পোস্টার, লুক এবং গান প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, শাকিব খানের ‘বরবাদ’ প্রচারণার শুরুতেই নজর কেড়েছে। ডিসেম্বরে ২০ সেকেন্ডের মোশন পিকচারে শাকিবের রক্তমাখা হাতে পিস্তল ধরা লুক এবং পোড়া অট্টালিকার পটভূমিতে হেলিকপ্টারের দৃশ্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। টিজার প্রকাশের পর সিনেমাটি আরও বেশি আলোচনায় এসেছে।
আফরান নিশোর ‘দাগি’ প্রচারণা শুরুতেই চমক দেখিয়েছে। সিনেমার ঘোষণা ভিডিওতে নিশো হেলিকপ্টার থেকে নেমে দর্শকদের উদ্দেশে নাটকীয়ভাবে বলেন, ‘এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়?’ এরপর একের পর এক পোস্টার ও ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছে সিনেমাটি।
ভৌতিক সিনেমা ‘জ্বীন-৩’ নিয়ে চলছে প্রচারণা। সজল ও নুসরাত ফারিয়া অভিনীত এই সিনেমার ফাস্ট লুক পোস্টার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। অন্যদিকে, ‘চক্কর ৩০২’ সিনেমায় মোশাররফ করিমের লুক পোস্টার প্রকাশ হলেও পূর্ণাঙ্গ প্রচারণা শুরু হয়নি। পরিচালক জানিয়েছেন, শেষ ১৫ দিন জোরদার প্রচারণায় নামবেন।
বুবলী ও আদর আজাদ অভিনীত ‘পিনিক’ সিনেমার প্রচার শুরু হয়েছে লুক পোস্টার দিয়ে। এতে বন্দি অবস্থায় থাকা বুবলীর চেহারা দর্শকদের নজর কাড়ে। তবে সিনেমাটির প্রচার কার্যক্রম পুরোদমে শুরু হয়নি, পরিচালক জানিয়েছেন, টিজার ও ট্রেলার শিগগিরই প্রকাশ পাবে।
এবারের ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে *‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’, ‘চক্কর ৩০২’, ‘পিনিক’*সহ আরও কয়েকটি সিনেমা। যদিও এখনো কোনো সিনেমাই প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে শিডিউল চূড়ান্ত করেনি। তবে শিগগিরই ঈদে মুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে।
Leave a Reply