উড়োজাহাজে যাত্রীর হার্ট অ্যাটাক, শাহ আমানতে জরুরি অবতরণ করা হলো

উড়োজাহাজে যাত্রীর হার্ট অ্যাটাক, শাহ আমানতে জরুরি অবতরণ করা হলো

ঢাকাগামী উড়োজাহাজে যাত্রীর হার্ট অ্যাটাক, শাহ আমানতে জরুরি অবতরণ

থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকাগামী থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে এক যাত্রী হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় উড়োজাহাজটির নিকটতম বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্যরাতে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, রাত ১২টা ৪৫ মিনিটে খবর পেয়ে চিকিৎসকসহ সংশ্লিষ্ট দল প্রস্তুত ছিল। রাত দেড়টায় উড়োজাহাজটি অবতরণের পর চিকিৎসক যাত্রীকে পরীক্ষা করে নিশ্চিত করেন যে তিনি মারা গেছেন।

মৃত ব্যক্তির নাম সাজ্জাদ, যিনি উড়োজাহাজের ৩৪–এইচ আসনের যাত্রী ছিলেন। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, থাই এয়ারওয়েজের কর্মকর্তারা মৃত যাত্রীকে উড়োজাহাজে রেখেই ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে রাত ৩টা ৪০ মিনিটে উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে।

Leave a Reply

Your email address will not be published.