উত্তরার রেস্তোরাঁয় আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

উত্তরার রেস্তোরাঁয় আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে অবস্থিত লাভলীন রেস্তোরাঁয় আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বেলা পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানোর কাজে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশনের ইউনিট অংশ নিয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.