এবার ভালোবাসা দিবস থাকবে সুনসান

এবার ভালোবাসা দিবস থাকবে সুনসান

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সাবিলা নূর, জানালেন অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা

চার মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তিনি উপভোগ করেছেন লিংকিন পার্কের কনসার্ট ও ইউনিভার্সাল স্টুডিও ভ্রমণের অভিজ্ঞতা। ফিরে এসে জানালেন তাঁর অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

যুক্তরাষ্ট্রে সময় কেমন কাটল?

সাবিলা জানান, তাঁর বড় বোন টেক্সাসে থাকেন, আর বাবা-মাও সেখানেই ছিলেন, তাই মূলত টেক্সাসেই ছিলেন তিনি। এ ছাড়া ফ্লোরিডা ও অস্টিনেও কয়েকবার গেছেন। এবারের সফরে সবচেয়ে স্মরণীয় ছিল লিংকিন পার্কের কনসার্ট সরাসরি দেখা এবং ইউনিভার্সাল স্টুডিওতে ঘোরার অভিজ্ঞতা।

লিংকিন পার্কের প্রতি ভালোবাসা কবে থেকে?

সাবিলা ছোটবেলা থেকেই লিংকিন পার্কের ভক্ত। তাঁর প্রিয় গানের তালিকায় রয়েছে ‘রানওয়ে’, ‘পয়েন্টস অব অথরিটি’, ‘সামহোয়্যার আই বিলং’, *‘পেপারকাট’*সহ আরও অনেক গান। বড় বোন তাঁকে চমকে দিয়ে কনসার্টের টিকিট উপহার দেন। চেস্টার বেনিংটনকে (ব্যান্ডের প্রয়াত গায়ক) মিস করলেও কনসার্টটি ছিল তাঁর জন্য স্মরণীয় এক অভিজ্ঞতা।

দেশে ফেরার পর ব্যস্ততা

সাবিলা এখন বেশ কিছু চিত্রনাট্য পড়ছেন এবং নতুন কাজের পরিকল্পনা করছেন। ভালোবাসা দিবসে নতুন কোনো কাজ নেই, তবে ঈদের জন্য আগে করা কয়েকটি কাজ প্রচারিত হবে।

রোমান্টিক চরিত্র থেকে সরে আসার কারণ?

তিনি জানান, দীর্ঘদিন রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন, এবার নতুন কিছু এক্সপ্লোর করতে চান। নারীদের জীবনের সংগ্রাম ও চরিত্রনির্ভর গল্পের প্রতি তাঁর আগ্রহ বেশি।

সিনেমায় কাজের পরিকল্পনা

সাবিলা মনে করেন, সিনেমা করা বড় দায়িত্ব। দর্শক হলে গিয়ে তাঁর কাজ দেখবেন, তাই শতভাগ প্রস্তুতি নিয়ে বড় পর্দায় আসতে চান। তাঁর ইচ্ছা, এমন গল্পে কাজ করা যাতে দর্শক বলেন—”এটাই তো সাবিলাকে চেয়েছিলাম!”

তিনি আশা করেন, এ বছর কিংবা আগামী বছরই বড় পর্দার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published.