“এ আর রহমানের গান নিয়ে মন্তব্য: ‘বেকার’ বললেন সনু নিগম”

“এ আর রহমানের গান নিয়ে মন্তব্য: ‘বেকার’ বললেন সনু নিগম”

পরিমার্জিত টেক্সট:
কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমানের গান বরাবরই শ্রোতাদের মন ছুঁয়েছে। তার সুরে একাধিক গান গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সনু নিগম। এদিকে, সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘যুবরাজ’ সিনেমার জন্য এ আর রহমান একটি গান তৈরি করেছিলেন।

সম্প্রতি, এই গান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সনু নিগম। যে সিনেমার জন্য তিনি বেশ কয়েকটি গানও গেয়েছেন। একটি সাক্ষাৎকারে সনুকে ‘যুবরাজ’ সিনেমায় এ আর রহমানের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,
“এই গানটি অতটাও ভালো ছিল না। তাই এই বিষয়ে কোনও কথা বলতে চাই না। আমি মিথ্যা বলতে পারি না। আমি খারাপ গানের প্রশংসাও করতে পারব না। সত্যি বলতে, গানগুলো বেকার।”

উল্লেখ্য, এ আর রহমান হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তিনি ২০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল এ এস দিলীপ কুমার। নয় বছর বয়সে পিতার মৃত্যুর পর, তার পরিবার কঠিন সময় অতিক্রম করছিল। পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। ১৯৮৮ সালে তিনি ও তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.