অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন। গত বছরের ২৭ অক্টোবর কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মতো উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মিঠুন চক্রবর্তী ওই বক্তব্য অমিত শাহর সামনে দেন, যা নিয়ে কলকাতার বউবাজার ও বিধাননগর দক্ষিণ থানায় দুটি আলাদা মামলা দায়ের করেন তৃণমূল সমর্থকরা।
বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করা হলে, বিচারপতি শুভ্রা ঘোষ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ২০ মে পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে মামলার তদন্ত স্থগিত রাখারও নির্দেশ দেওয়া হয় এবং হলফনামার মাধ্যমে সব পক্ষের বক্তব্য পেশ করতে বলা হয়। মে মাসে মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।
Leave a Reply