কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজ বুধবার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজারবাইজান এয়ারলাইনস পরিচালিত এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাচ্ছিল। কুয়াশার কারণে গ্রোজনিতে অবতরণ না করে এটি আকতাউ শহরের কাছে জরুরি অবতরণ করার চেষ্টা করে। এ সময় এটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলেছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, কারিগরি সমস্যা বা অন্য কোনো কারণ দুর্ঘটনার জন্য দায়ী কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় মাটিতে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এ বিষয়ে প্রচারিত ভিডিওর সত্যতা এখনও যাচাই করা যায়নি।
কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত: ২৫ জন জীবিত উদ্ধার

Leave a Reply