কুষ্টিয়ায় সমিতির টাকার বিরোধে এক ব্যক্তির কবজি বিচ্ছিন্ন
কুষ্টিয়ায় সমিতির টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া শহরের ঢাকা ঝালুপাড়ায়।
কবজি বিচ্ছিন্ন হওয়া ব্যক্তি বাবুল আক্তার আনিস (৫০), যিনি একই এলাকার আসালত ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী সাইদুল ইসলাম জানান, বাবুল ও কয়েকজন মিলে ‘সবুজ শান্তি’ নামে একটি সমিতি গঠন করেছিলেন। সমিতির তহবিলে জমা ৭১ হাজার টাকা নিয়ে আলোচনা চলছিল। এর একপর্যায়ে নজরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবুলকে আঘাত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় চায়ের দোকানে সমিতির টাকা নিয়ে বাবুল ও নজরুলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ নজরুল ধারালো অস্ত্র দিয়ে বাবুলের ওপর হামলা চালান। বাবুল হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত বাবুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুল ইসলাম জানান, বাবুলের পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাটি বর্তমানে শান্ত রয়েছে। অভিযুক্ত নজরুল ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান চলছে। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি।
Leave a Reply