গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় সাত শিশুসহ একই পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছে। হতাহতের ঘটনা নিশ্চিত করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স রেসকিউ এজেন্সি।
শুক্রবার সন্ধ্যায় গাজার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে দেখানো হয়েছে উদ্ধারকর্মীরা জাবালিয়ায় খাল্লা পরিবারের বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করছে। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, নিহত শিশুদের সবাই ৬ বছরের নিচে। এছাড়াও হামলায় আরো ১৫ জন গুরুতর আহত হয়েছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনি এএফপিকে জানিয়েছে, হামাস সন্ত্রাসী সংগঠনের অন্তর্গত একটি সামরিক কাঠামোতে কর্মরত বেশ কিছু সন্ত্রাসীকে উদ্দ্যেশ্য করে তারা এই আক্রমণ করেছে।
Leave a Reply