গাজীপুরে হামলার প্রতিবাদে হাসনাত-সারজিসের নেতৃত্বে সড়ক অবরোধ
গাজীপুরে নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। শনিবার দুপুরে শহরের রাজবাড়ী সড়কে তারা এ বিক্ষোভ শুরু করেন।
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ভাষ্য, গতকাল শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে ছাত্ররা তা বন্ধ করতে গেলে হামলার শিকার হন। এতে অন্তত ১৫ জন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা আড়াইটার দিকে গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ অন্যান্য নেতারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশের অভিযান শুরু হয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে দুপুরের পর থেকে সড়কে অবরোধ সৃষ্টি করেছেন।
এছাড়া গাজীপুরের হামলায় আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
Leave a Reply