চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিন দিন পর মামলা দায়ের

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিন দিন পর মামলা দায়ের

ঢাকা-রাজশাহী পথে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার যাত্রী ওমর আলী আজ শুক্রবার ভোরে মামলাটি করেন। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদী ওমর আলী জানিয়েছেন, সোমবার রাত ১১টায় বাসে ডাকাতির কবলে পড়েন। তিনি এবং অন্যান্য যাত্রীরা বাসটি মির্জাপুর থানায় নিয়ে আসেন, তবে এজাহারে কী লেখা হয়েছে, তা তিনি জানেন না।

ওমর আলী আরও অভিযোগ করেন, বাসের চালক, সহকারী ও সুপারভাইজার ঘটনার সাথে জড়িত এবং তাঁরা মামলা করার জন্য থানায় এসে বসে আছেন।

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এসআই খায়রুল বাসার নিশ্চিত করেছেন যে থানায় মামলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, যখন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ বাসটি ডাকাতদের কবলে পড়ে। ডাকাতির পর বাসটি ঘুরিয়ে একই জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তিন ঘণ্টারও বেশি সময় ধরে ডাকাতি চলতে থাকে। পরে বাসের চালক ও সুপারভাইজার যাত্রীদের চাপের মুখে রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করেন।

ডাকাতির ঘটনায় পুলিশ সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করলেও পরে তাঁরা জামিনে মুক্তি পান।

Leave a Reply

Your email address will not be published.