“জনগণের সমর্থনেই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: তারেক রহমান”

“জনগণের সমর্থনেই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: তারেক রহমান”

নারায়ণগঞ্জে আয়োজিত বিএনপির কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীর নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় অনেক কঠিন হবে। তিনি নেতা-কর্মীদের জনগণের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

কর্মশালায় বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা নিয়ে আলোচনা হয়। তারেক রহমান নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘নির্বাচন সহজ হবে না। নিজেদের সেভাবে প্রস্তুত করুন।’ তিনি আরও বলেন, ‘আমরা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী, যেখানে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে।’

দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও ঘোষিত ৩১ দফা নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। ঐক্য ও জনগণের আস্থা ধরে রাখতে হবে।’

কর্মশালায় কেন্দ্রীয় নেতারা বিভিন্ন বিষয়ে নেতা-কর্মীদের প্রশ্নের উত্তর দেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর।

Leave a Reply

Your email address will not be published.