ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জয়া আহসান
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫। এবারের আসরে ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
তারকায় জমজমাট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় কলকাতার ম্যারিয়ট হোটেলে বসেছিল এই পুরস্কার বিতরণী আসর। কলকাতা ও বাংলাদেশের তারকা অভিনয়শিল্পী ও ফ্যাশন আইকনরা এ আয়োজনে অংশ নেন।
পুরস্কার জয়ের অনুভূতি
পুরস্কার জয়ের খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জয়া আহসান। তিনি পুরস্কার হাতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে জলপাই রঙের সাইনি সিল্ক হাই-স্লিট গাউনে নজরকাড়া রূপে দেখা যায়।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় জয়া লিখেছেন—
“এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ার টিমকে কৃতজ্ঞতা জানাই। ফিল্মফেয়ার সবসময়ই আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় নতুন এক সংযোজন হয়ে থাকবে।”
ফিল্মফেয়ারে জয়ার ধারাবাহিক সাফল্য
ফিল্মফেয়ার টালিউড ও বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য অন্যতম সম্মানজনক পুরস্কার। জয়া এর আগে সাতবার ফিল্মফেয়ারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। এবারের অষ্টম আসরে তিনি ‘ভূতপরী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন।
এ অর্জনের মাধ্যমে জয়া আহসান আবারও প্রমাণ করলেন, দুই বাংলার গ্ল্যামার ও অভিনয় জগতের অন্যতম উজ্জ্বল তারকা তিনি।
Leave a Reply