নিউজ ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে কি তামিম ইকবাল থাকবেন? বিসিবি সভাপতি ফারুক আহমেদ মনে করেন, কোনো খেলোয়াড় যদি অবসরের ঘোষণা না দেয়, তার মানে ধরে নিতে হবে তিনি ‘অ্যাভেইলেবল’ আছেন। বিসিবি তাঁকে চায়, এটা বোঝা গেছে ফারুক আহমেদের কথায়। কিন্তু তামিম নিজে কী চান?
এটা জানতেই আজ সিলেটে ফরচুন বরিশালের টিম হোটেলে তামিমের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় দলের নির্বাচকেরা। যে বৈঠক শেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ জানিয়েছেন, নির্বাচকদের কাছে কিছুটা সময় চেয়েছেন তামিম। পরিবারের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার।
১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে পাঠাতে হবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের খেলোয়াড় তালিকা। তবে এই তালিকায় চাইলেই পরিবর্তন করা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
Leave a Reply