জান্নাতে কার পায়ের শব্দ শুনেছিলেন রাসুল (সা.)?

জান্নাতে কার পায়ের শব্দ শুনেছিলেন রাসুল (সা.)?

মেরাজের রাতে রাসুল (সা.) জান্নাত পরিদর্শনের সময় হজরত বেলাল ইবনে রাবাহ (রা.)-এর পায়ের আওয়াজ শুনতে পান। ফিরে এসে রাসুল (সা.) হজরত বেলাল (রা.)-কে জিজ্ঞাসা করলেন, “হে বেলাল, ইসলাম গ্রহণের পর তুমি কী এমন কাজ করেছিলে, যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে? গতরাতে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি!”

হজরত বেলাল (রা.) বলেন, “ইয়া রাসুলুল্লাহ, আমি এমন কিছুই করিনি। তবে আমি যদি কোনো গুনাহ করি, তাহলে দুই রাকাত নামাজ আদায় করি। আর যদি অজু চলে যায়, তবে অজু করে দুই রাকাত নামাজ আদায় করি।”

হজরত বেলাল (রা.) মক্কায় জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি আবিসিনিয়ার (বর্তমান ইথিওপিয়া) বংশোদ্ভূত ছিলেন। তিনি কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের ক্রীতদাস ছিলেন। কুরাইশদের কাছে বেলালের ইসলাম গ্রহণ ছিল একটি চরম ধৃষ্টতা, যা তাঁদের গর্ব ও ঐতিহ্যের প্রতি আঘাত হানে।

উমাইয়া জানতে পেরে বেলালকে ইসলাম ত্যাগের জন্য চাপ দিতে থাকেন। ব্যর্থ হয়ে তাঁর ওপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন—মরুভূমির উত্তপ্ত বালুতে শুইয়ে রাখা, গলায় উত্তপ্ত রশি বেঁধে হেঁচড়ে নিয়ে যাওয়া, এবং বুকের ওপর ভারি পাথর রেখে দেওয়ার মতো নানা অত্যাচার করা হত। কিন্তু এত নির্যাতনের মধ্যেও বেলাল (রা.) শুধু “আহাদ, আহাদ” (আল্লাহ এক) বলে চিৎকার করতেন।

একদিন আবু বকর (রা.) বেলাল (রা.)-এর অত্যাচার দেখে তিনি দুঃখিত হয়ে উমাইয়াকে মোটা অঙ্কের অর্থ দিয়ে বেলাল (রা.)-কে মুক্ত করেন। এরপর বেলাল (রা.) বদর, উহুদ, এবং খন্দক যুদ্ধসহ সকল সামরিক অভিযানে অংশ নেন। বদর যুদ্ধে তাঁর পুরোনো নির্যাতনকারী উমাইয়া ইবনে খালফ বেলালের তরবারির আঘাতে মারা যান।

Leave a Reply

Your email address will not be published.