সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী (অর্ণব)কে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে।
গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কারণে গোলাম রাব্বানীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁকে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে।
গত রোববার প্রথম আলোতে প্রকাশিত ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে ফুচকার দোকানে চাঁদা দাবির অভিযোগ’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বটতলা এলাকায় ভ্রাম্যমাণ ফুচকা-চটপটির দোকানগুলোতে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী প্রতিদিন এক হাজার বা দেড় হাজার টাকা দাবি করছিলেন। টাকা দিলে ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে, এমন আশ্বাসও দেওয়া হচ্ছিল।
বিষয়টি জানাজানি হলে কয়েকজন নেতা-কর্মী দোকানদারদের কাছে গিয়ে সন্দেহভাজনদের ছবি দেখান, এবং এর মধ্যে গোলাম রাব্বানীকে শনাক্ত করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলে থাকেন। বাকিদের শনাক্ত করা যায়নি। পরবর্তীতে গতকাল রাতে তাকে অব্যাহতি দেওয়া হয় কেন্দ্রীয় ছাত্রদল থেকে।
Leave a Reply