জ্যোতিদের বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নভঙ্গ
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের বড় পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ হারের ফলে কেবল সিরিজ হাতছাড়া হয়নি, ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারিয়েছে দলটি।
মাত্র ১১৮ রানে অলআউট হওয়া বাংলাদেশকে সহজেই ২২.৩ ওভার হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচের গুরুত্ব ও পারফরম্যান্স
নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পেলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত দলটি। তবে এই পরাজয়ের কারণে বাছাইপর্বে লড়াই করতে হবে নিগার সুলতানাদের। সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ওপেনার মুর্শিদা খাতুন দ্বিতীয় ওভারেই ৬ রানে ফিরে গেলে চাপ আরও বাড়ে। শারমিন আক্তার (৩৭) ও ফারজানা হকের (২২) ৬২ রানের জুটি কিছুটা আশা দেখালেও মাঝপথেই ভেঙে যায়। শেষদিকে মাত্র ২৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ৪৩.৫ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের বোলার কারিশমা রামহারাক মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন।
ক্যারিবিয়ানদের সহজ জয়
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটিতে ৪৫ রান যোগ হয়। হেইলি ম্যাথুস (২২) ও কিয়ানা জোসেফ (৩৯) আউট হলেও শেমাইনে ক্যাম্পবেল (২৫*) ও দিয়ান্দ্রা ডটিন (৩৩*) মিলে দলকে সহজ জয় এনে দেন।
ভবিষ্যৎ চ্যালেঞ্জ
সিরিজ হারলেও বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরম্যান্স করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে বাছাইপর্বে ভালো খেলতে হবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১১৮ (শারমিন ৩৭, সোবহানা ২৫, ফারজানা ২২; কারিশমা ৪/১২)
ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৩ ওভারে ১২২/২ (কিয়ানা ৩৯, ডটিন ৩৩*, ক্যাম্পবেল ২৫*)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী।
Leave a Reply