ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলো ইরানের পেজেশকিয়ান

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলো ইরানের পেজেশকিয়ান

আন্তজার্তিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন। সেই সঙ্গে ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে ‘যুদ্ধের ঝুঁকি’ নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রচারিত মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, তার দেশ ডোনাল্ড ট্রাম্পসহ কাউকে হত্যার পরিকল্পনা করেনি এবং ভবিষ্যতেও করবে না।

ট্রাম্পের অভিষেকের এক সপ্তাহেরও কম সময় আগে প্রচারিত এই সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, এ অঞ্চল (মধ্যপ্রাচ্য), ইউরোপ ও অন্যান্য স্থানে আমরা যেসব গুপ্তহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে দেখছি, তাতে কি ইরানিদের জড়িত থাকার কোনো চিহ্ন আছে, নাকি অন্য বিদেশি নাগরিকরা রয়েছে? ইরানের সঙ্গে এসব সন্ত্রাসী হামলার কোনো যোগসূত্র আছে কি? কখনো? ইরান কখনোই গুপ্তহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় না।

এনবিসির উপস্থাপকের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট আরও বলেন, ট্রাম্পের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, তা ইসরায়েল ও অন্যান্য দেশের ইরানের প্রতি শত্রুতা ছড়ানোর ষড়যন্ত্র।

তিনি বলেন, ইরান এই অঞ্চল এবং বিশ্বে শান্তি ও উত্তেজনা প্রশমন চায়। ইরান ইহুদিবাদী সরকারের যুদ্ধোন্মাদনা, দখলদারিত্ব এবং গণহত্যার নিন্দা করে এবং সমান ও সম্মানজনক আলোচনার জন্যও প্রস্তুত।

গত নভেম্বরে মার্কিন বিচার বিভাগ ট্রাপকে হত্যার জন্য অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কথিত ষড়যন্ত্রের অভিযোগে এক ইরানি নাগরিককে অভিযুক্ত করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘কোনো হামলা চালানোর আগেই’ কথিত পরিকল্পনা নস্যাৎ করে দেয় বলে দাবি করে।

গত বছর মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, তাকে হত্যার চেষ্টার পেছনে ইরানের হাত থাকতে পারে।

৭৮ বছর বয়সী এই নেতা নির্বাচনী প্রচারণার সময় দুটি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান। একটি সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় এবং অন্যটি জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে এক সমাবেশে।

তদন্তকারীরা এর কোনোটিতেই ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ পাননি। এর আগে ইরানও সাইবার অভিযানসহ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মার্কিন দাবি অস্বীকার করেছে। সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published.