বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় ক্রিকেটার তামিম ইকবালের হৃৎপিণ্ডে সমস্যা হওয়ার খবরে তার দ্রুত সুস্থতা কামনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান।
সোমবার (২৪ মার্চ) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে তামিমের সুস্থতার জন্য প্রার্থনা করেন শাকিব।
ফেসবুক স্ট্যাটাসে শাকিব খান লেখেন, “বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।”
এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। সাভারের বিকেএসপির মাঠে ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তামিমকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, প্রথমে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল, তবে হেলিকপ্টারে স্থানান্তরের শারীরিক অবস্থায় উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের এনজিওপ্লাস্টি ও অন্যান্য চিকিৎসা চলছে। রিংও পরানো হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও জানা গেছে, তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।
টস করে ম্যাচ শুরু করলেও অসুস্থতা অনুভব করায় তামিম মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তামিমের শারীরিক অবস্থার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থরা, ভক্তরা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন—এটাই সবার প্রত্যাশা।
Leave a Reply