বাংলাদেশ চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান যেন এখন একচ্ছত্র অধিপতি। পর্দার বাইরেও তিনি ব্যবসায়িক সফলতা অর্জন করছেন। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন খেলার মাঠেও, কেননা বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস কিনেছেন তিনি।
শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমার্ক’ বিশ্বব্যাপী ১০০ বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ করেছে এবং বিএসটিআই সনদ লাভ করেছে। এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করতে গত রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজন করা হয় জমকালো এক অনুষ্ঠানের। সেখানে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ তামিম।
প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন তাসকিন আহমেদ। অভিনেতাকে কাছ থেকে দেখে মুগ্ধ তাসকিন মজার ছলে বলেন, “শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর মানুষ। সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন— অবসর নিয়ে আস!”
এরপর মঞ্চে উঠে তাসকিনকে নিয়ে কথা বলেন শাকিব খান। ক্রিকেটারকে সিনেমায় দেখার প্রসঙ্গে তিনি বলেন, “বিপিএলে তাসকিন অসাধারণ খেলেছে, সেও এখন হিরো। আমার সঙ্গে সিনেমায় নয়, ওর একাই সিনেমা করা উচিত! পাশাপাশি আমার দল ঢাকা ক্যাপিটালস-এর তানজিদ তামিমও দারুণ পারফর্ম করেছে, সেও হিরো।”
এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। এর টিজার ও গান প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শাকিব বলেন, “আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে শুধু দেশে আলোচনা হতো। এখন আন্তর্জাতিক ফিল্ম ক্রিটিকরা পর্যন্ত কথা বলছেন। এর মানে আমাদের সিনেমা বিশ্বদরবারে জায়গা করে নিচ্ছে। বরবাদ মুক্তির পর দর্শকরা ছবিটি পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।”
Leave a Reply