দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫–তে পৌঁছেছে। দুর্ঘটনাটি আজ রোববার ভোরে ঘটে বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নিনির্বাপক সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “এ পর্যন্ত ৮৫ জন নিহত হয়েছে।”
জেজু এয়ারের এই উড়োজাহাজটিতে দুর্ঘটনার সময় ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে আসার পর মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে।
উদ্ধার কাজ চলছে এবং হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, উড়োজাহাজটির পেছনের অংশে উদ্ধার কার্যক্রম চলছে।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, চোই সাং মক গত শুক্রবার দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
Leave a Reply