‘দাগি’র প্রথম গান: নিশো-তমার রোমান্সের গল্প

‘দাগি’র প্রথম গান: নিশো-তমার রোমান্সের গল্প

‘দাগি’র প্রথম গান: নিশো-তমার রোমান্স

ছড়িয়ে পড়েছে নতুন এক প্রেমের গল্প—প্রেমিক নিশান ও প্রেমিকা জেরিনের। যদিও তাদের ভালোবাসার সূচনা কেমন ছিল, তা জানা যায়নি, তবে সম্পর্কের পথচলায় তাদের আবেগ ধরা দিয়েছে গানে গানে। নিশানের জন্য ফুল কুড়িয়ে দেওয়ার ইচ্ছে জেরিনের, চোখে কাজল এঁকে মিষ্টি হাসি ছুঁড়ে দেওয়ার আকাঙ্ক্ষা। আর নিশান? সন্ধ্যা নামাতে চায় জেরিনকে ভেবে, জমে থাকা অভিমান ভুলে ফিরে আসতে চায় তার ভালোবাসার কাছে।

এই আবেগঘন ভালোবাসার গল্প উঠে এসেছে ‘দাগি’ সিনেমার প্রথম গান ‘একটুখানি মন’-এ, যা প্রকাশিত হয়েছে ২০ মার্চ। সিনেমায় নিশান ও জেরিন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা

সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে গানটি কণ্ঠে তুলেছেন তাহসান খান ও মাশা ইসলাম। গানটির কথাগুলো লিখেছেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন, যিনি এর আগেও নির্মাতা শিহাব শাহীন ও সাজিদ সরকারের সঙ্গে কাজ করেছেন।

গানটি নিয়ে মাশা ইসলাম বলেন, ‘প্রথমবার শুনেই সুরটা মন ছুঁয়ে গিয়েছিল। ঈদের সিনেমার গান, তাই আগ্রহ ছিল বেশি। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার।’

১০ বছর পর ফের একসঙ্গে কাজ করলেন শিহাব শাহীন ও সাজিদ সরকার। সাজিদ সরকার জানান, ‘আমরা চেয়েছিলাম একটি দারুণ রোমান্টিক গান করতে, যা সিনেমার আবহের সঙ্গে মানানসই হবে। দর্শকরাই এখন বলবেন, কেমন লাগছে।’

১ মিনিট ৪২ সেকেন্ডের এই গানচিত্রে পাওয়া গেছে সিনেমার নতুন কিছু দৃশ্য, যেখানে আফরান নিশো ও তমা মির্জাকে দেখা গেছে রোমান্টিক মুডে।

‘দাগি’তে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার ও রাশেদ মামুন অপু। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্পকে ঘিরে তৈরি, যা দেশের দর্শকের জন্য নতুন অভিজ্ঞতা হবে।

Leave a Reply

Your email address will not be published.