‘দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীরা গ্রেপ্তার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা’

‘দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীরা গ্রেপ্তার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা’

সারা দেশে গতকাল শনিবার থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা শিগগিরই গ্রেপ্তার হবে।’

আজ রোববার রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা ইনস্টিটিউটের নবনির্মিত একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যারা আইন অমান্য করে, দুষ্কৃতকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত, তাদের সবাই গ্রেপ্তার হবে।’

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়।

গত শুক্রবার গভীর রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে হামলার শিকার হন ১৫-১৬ জন, যাদের অধিকাংশই শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, শিক্ষার্থীরা ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাঁদের ওপর হামলা হয়।

এ ঘটনার পর গতকাল গাজীপুরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের পর মহানগর পুলিশ কমিশনার ক্ষমা প্রার্থনা করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক শিক্ষার্থী আহত হন, এবং গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্রদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।’

Leave a Reply

Your email address will not be published.