নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা

নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা

আশুলিয়ায় নিজ বাড়িতে ডাকাতের গুলিতে আহত অভিনেতা আজাদ, হাসপাতালে ভর্তি

ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবোতে নিজ বাড়িতে ডাকাতের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন অভিনয়শিল্পী আজিজুর রহমান আজাদ। আজ রোববার ভোরে বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পেয়ে প্রতিরোধের চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতেরা গুলি চালায়। এতে আজাদের পায়ে তিনটি গুলি লাগে। এ ঘটনায় তাঁর মা ও স্ত্রীও আহত হয়েছেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আজাদের নিকটাত্মীয় ও চলচ্চিত্র পরিচালক তপু খান।

আজ বিকেল সাড়ে ৪টায় তপু খান জানান, ‘আজাদের পায়ে গুলির আঘাতে মাংসপেশি ছিঁড়ে গেছে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আগের তুলনায় কিছুটা ভালো আছেন।’

তপু খান আরও জানান, আজাদের পরিবারের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, রাতে দুজন সশস্ত্র ডাকাত বাসায় হামলা চালায় এবং ঘরে ব্যাপক ভাঙচুর করে। ডাকাতের উপস্থিতি বুঝতে পেরে আজাদ চিৎকার করলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরিবারের সদস্যদের সন্দেহ, বাড়ির বাইরে আরও কয়েকজন ডাকাত অপেক্ষায় ছিল।

২০১৬ সালে তপু খানের ‘প্রাক্তন’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন আজাদ। গত নয় বছরে তিনি দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। ‘হোটেল রিলাক্স’, ‘ফিমেল’, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো জনপ্রিয় কনটেন্টেও তাঁকে দেখা গেছে।

অভিনেতার আহত হওয়ার খবরে পরিচালক কাজল আরেফিন অমি ফেসবুকে লিখেছেন, ‘আমরা নিরাপত্তা চাই। আল্লাহ রহম করো। দেশে শান্তি দরকার। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, আপনারা দয়া করে জাগ্রত হন।’

Leave a Reply

Your email address will not be published.