নিশ্চিত, আগামী বছরেই বিয়ের সানাই বাজবে

নিশ্চিত, আগামী বছরেই বিয়ের সানাই বাজবে

বাপ্পী চৌধুরীর ‘ডেঞ্জার জোন’ সাত বছর পর মুক্তি পাচ্ছে ১৩ ডিসেম্বর

সংক্ষেপিত ও সম্পাদিত প্রতিবেদন:

চলচ্চিত্রপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বাপ্পী চৌধুরী অভিনীত থ্রিলার সিনেমা ‘ডেঞ্জার জোন’। ছবিটি পরিচালনা করেছেন বেলাল সানি। ছবির মুক্তি উপলক্ষে এফডিসিতে গতকাল সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, ছবির শুটিং সম্পন্ন হয়েছিল সাত বছর আগে। বাপ্পী জানান, ছবির ট্রেলার ও গান পাঁচ বছর আগে মুক্তি পেলেও নানা জটিলতায় তখন সিনেমা মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, “এখন ছবি মুক্তি দেওয়া নিয়ে আমি কিছুটা দ্বিধায় আছি। রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ প্রেক্ষাগৃহে যেতে আগ্রহী নয়। তবে প্রযোজকের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি প্রচারণায় অংশ নিচ্ছি।”

নতুন ছবির কাজ ও পরিকল্পনা নিয়ে বাপ্পী জানান:
“বর্তমানে কোনো কাজ করছি না। ‘সিক্রেট এজেন্ট’, ‘ঢাকা ২০৪০’, এবং ‘ভোলা’ তিনটি ছবি মুক্তির অপেক্ষায়। আমি থ্রিলার ধাঁচের ছবিতে কাজ করতে বেশি আগ্রহী। তবে বর্তমানে পরিবারের ব্যবসা ও বাবার সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। আমাদের সুতা ও তুলার ব্যবসায় ছয় মাস ধরে কাজ করছি, যা বেশ উপভোগ্য।”

বাপ্পী চৌধুরী আত্মবিশ্বাসী যে, ‘ডেঞ্জার জোন’-এর গল্প সময়ের চেয়ে এগিয়ে। তাই দর্শক ছবিটি পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.