পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহ্রীরের মিছিল ছত্রভঙ্গ, পুলিশের কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার
ঢাকার পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং অংশগ্রহণকারীরা আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। পুলিশের অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে হিযবুত তাহ্রীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা পেরিয়ে মিছিলটি পল্টন মোড় অতিক্রম করে বিজয়নগর মোড়ের দিকে গেলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে পুলিশের লাঠিচার্জে মিছিলটি পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পর মিছিলকারীরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করলে পুলিশ পুনরায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, ফলে মিছিলটি পুনরায় ছত্রভঙ্গ হয়।
বেলা আড়াইটার দিকে পুলিশ পল্টন ও আশপাশের এলাকার অলিগলিতে অভিযান চালিয়ে হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানান, হিযবুত তাহ্রীরের সদস্যরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছে, তাই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
কড়া নিরাপত্তা
নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা সতর্ক অবস্থান নেয়।
দুপুরে পল্টন মোড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়, যেখানে প্রচুর পুলিশ, এপিবিএন সদস্য, একটি সাঁজোয়া যান, জলকামান ও দুটি প্রিজন ভ্যান মোতায়েন করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, হিযবুত তাহ্রীরসহ কোনো নিষিদ্ধ সংগঠন যদি সভা-সমাবেশ বা প্রচার চালানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)। তারা ‘মার্চ ফর খিলাফত’ পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানায়।
Leave a Reply