সামাজিক মাধ্যমে ভাইরাল ‘প্রেমের সমাধি’র হেনা চরিত্র, প্রতিক্রিয়া জানালেন শাবনাজ
১৯৯৬ সালের ২৬ জুলাই মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি ক্লিপ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ঈদের পোশাক, গান থেকে শুরু করে নাটক—সর্বত্র চলছে ‘হেনা’ ট্রেন্ড, যেখানে এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ।
এই বিষয় নিয়ে প্রথমবারের মতো কোনো টেলিভিশন অনুষ্ঠানে মুখ খুলেছেন গুণী এই অভিনেত্রী।
‘হেনা আপা’ হয়ে উঠেছেন শাবনাজ
মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনের বিশেষ অতিথি হয়ে এসেছেন শাবনাজ। অনুষ্ঠানে তিনি জানান, “অনেকে এখন আমাকে ‘হেনা আপা’ বলেই ডাকছেন। বিষয়টি মজার হলেও একই সঙ্গে বিস্ময়কর। কারণ সাধারণত নেতিবাচক বিষয়গুলোই বেশি ভাইরাল হয়। অথচ ২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে আলোচনায় আসছে, এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা নিয়ে ইতিবাচকভাবে কথা বলছেন—এটা দারুণ অনুভূতি। ভালো সিনেমার শক্তি এখানেই।”
‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা কেন ছাড়লেন?
শাবনাজ দীর্ঘ দুই যুগ ধরে অভিনয় ছেড়েছেন। তবে তার সিনেমার গল্প এখনো দর্শকদের মনে দাগ কেটে আছে।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ’ সিনেমার শুটিংয়ে দুর্ঘটনাবশত গ্লাস ভেঙে তার হাত কেটে যায়, যার দাগ আজও রয়ে গেছে।
একই বছর, পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার জন্য অগ্রিম পারিশ্রমিক নিয়েছিলেন সে সময়ের জনপ্রিয় জুটি শাবনাজ-নাঈম। কিন্তু বিশেষ এক কারণে তারা শেষ পর্যন্ত সিনেমাটি না করার সিদ্ধান্ত নেন। পরে এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌসুমী ও সালমান শাহর।
যদিও অভিনয় না করলেও, ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর মহরতের দিন নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন শাবনাজ ও নাঈম।
‘চাঁদনী’ দিয়ে রাজকীয় অভিষেক
১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হয় শাবনাজের। প্রথম সিনেমাতেই পেয়েছিলেন ৫০ হাজার টাকা পারিশ্রমিক, যা সে সময়ের জন্য ছিল উল্লেখযোগ্য।
এই না বলা অনেক গল্পই শেয়ার করেছেন তিনি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে।
‘রাঙা সকাল’-এর ঈদ পর্ব প্রচারিত হবে ঈদের পরের দিন সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও অর্চি রহমান, আর প্রযোজনায় ছিলেন জোবায়ের ইকবাল।
Leave a Reply