পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে, জানালেন ট্রাম্প 

পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে, জানালেন ট্রাম্প 

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

তবে কবে এই বৈঠক হচ্ছে- তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্ট থেকে ট্রাম্প বলেন, পুতিন সাক্ষাৎ করতে চেয়েছেন এবং আমরা সেটির আয়োজন করছি। 

তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকের বরাত দিয়ে জানিয়েছে, বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন জানানো হয়নি। 

ট্রাম্প অঙ্গীকার করেছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যত দ্রুত সম্ভব তিনি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। এরপরেই ট্রাম্পের পক্ষ থেকে এমন বার্তা এলো।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট পুতিন সাক্ষাৎ করতে চায়। তিনি এটি প্রকাশ্যে বলেছেন এবং এর মাধ্যমে আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে। 

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা এক হাজার ৫১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। সূত্র : এএফপি

Leave a Reply

Your email address will not be published.