পুরান ঢাকার সূত্রাপুরের এক হৃদয়স্পর্শী গল্প নিয়ে আসছে ‘প্রেম ভাই’। নাটকের মূল থিম কেন্দ্রিত থাকবে এলাকার এক বিশেষ সমস্যা, যা ‘প্রেম ভাই’-এর মাধ্যমে তুলে ধরা হবে।
এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সঙ্গে আছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফারুক আহমেদ। সজিব খানের গল্পে এবং সেজান নুরের সংলাপে নির্মিত ঈদের এই বিশেষ নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত, আর নাজমুল হাসানের সিনেমাটোগ্রাফিতে চিত্রায়িত হয়েছে।
এই নাটকের গল্পে, সূত্রাপুর এলাকার সমস্যাগুলোর সমাধানকারী হিসেবে কাজ করে প্রেম ভাই, একজন তরুণ যে এলাকার যুবক ও প্রেমিক-প্রেমিকাদের একমাত্র ভরসা হয়ে উঠেছে। প্রেম ভাইয়ের জীবনে শিলার সঙ্গে এক বছরের প্রেম ভেঙে যাওয়ার পর, বিরহের কষ্ট নিয়ে সে নতুন এক মিশনে নামে, যা তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে।
‘প্রেম ভাই’ নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, সিএমভি ঈদ উপলক্ষে ২০টিরও বেশি বিশেষ নাটক মুক্তি দেবে, যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে তাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
Leave a Reply