“প্রসূতি হচ্ছেন কিয়ারা আদভানি”

“প্রসূতি হচ্ছেন কিয়ারা আদভানি”

কিছুদিন ধরে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ছিলেন লাইমলাইটের বাইরে, নতুন ছবির প্রচারে ছিলেন না তিনি। অভিনেত্রীর এই সিদ্ধান্তে যখন নানা প্রশ্ন ওঠে, তখনই জানা গেল এর কারণ। শোনা যাচ্ছে, কিয়ারা ও সিদ্ধার্থ দম্পতি এখন দুই থেকে তিন হতে চলেছেন, অর্থাৎ, মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি।

শুক্রবার কিয়ারা সামাজিক মাধ্যমে একটি পোস্টে এমন ইঙ্গিত দিয়েছেন। একজোড়া মোজার ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমাদের জীবনে সবচেয়ে মিষ্টি উপহার খুব শীঘ্রই আসতে চলেছে।’ এই পোস্টের সঙ্গে সঙ্গে অনুরাগীদের শুভকামনায় ভরে যায় মন্তব্য বিভাগ। সবাই হবু বাবা-মার জন্য একরাশ ভালোবাসা পাঠিয়েছেন।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি কিয়ারা ও সিদ্ধার্থ বিয়ে করেছিলেন। তাদের বিয়েটি ছিল জমকালো, রাজস্থানের জয়সালমিরের একটি প্রাসাদে অনুষ্ঠিত হয়েছিল তাদের বিশেষ দিন। বিয়েতে বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন।

কিয়ারা ও সিদ্ধার্থের সম্পর্ক শুরু হয় ‘শেরশাহ’ ছবির মাধ্যমে। সিদ্ধার্থ, যা আগে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে ছিলেন, কিয়ারাকে এই ছবিতে বিপরীতে পেয়েছিলেন। এর পরেই বন্ধুত্ব, প্রেম, এবং বিয়ে—এই গল্পটি পরিণত হয় এক নতুন অধ্যায়ে।

এখন, তাদের সংসার বাড়তে চলেছে, এবং নতুন অতিথির জন্য তারা অপেক্ষা করছেন। কিয়ারা হাতে রয়েছেন নতুন কাজও, এবং শিগগিরই রণবীর সিংয়ের বিপরীতে ‘ডন ৩’ ছবিতে দেখা যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published.