বরিশালের শিরোপা গতবার ছিল মুশফিক-মাহমুদউল্লাহর, এবার নাজমুল-হৃদয়ের হাতে

বরিশালের শিরোপা গতবার ছিল মুশফিক-মাহমুদউল্লাহর, এবার নাজমুল-হৃদয়ের হাতে

বরিশাল চ্যাম্পিয়ন: তামিমের উদারতায় ট্রফি তুললেন নাজমুল-হৃদয়

বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রীড়া উপদেষ্টার হাত থেকে ফরচুন বরিশালের ট্রফি গ্রহণ করেছেন নাজমুল হোসেন, রিশাদ হোসেন ও তাহিদ হৃদয়।

ফাইনালের আগে তামিম ইকবাল বলেছিলেন, তার দলে সম্মানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জেতার পর সেটারই দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। গত আসরেও একই দৃশ্য দেখা গিয়েছিল—ট্রফি জয়ের পর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে পুরস্কার মঞ্চে উঠেছিলেন তামিম।

এবারও তামিম নিজে ট্রফি না নিয়ে এগিয়ে দিলেন নাজমুল, রিশাদ ও হৃদয়কে। এর ব্যাখ্যায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি দুবার ট্রফি জিতেছি। হৃদয় দুই-তিনটি ফাইনাল খেলেও শিরোপা পায়নি, নাজমুলের ক্ষেত্রেও একই অবস্থা। তাই মনে হয়েছে, ট্রফিটা ওদের জন্য অনেক বেশি মূল্যবান। ওদের এই সম্মানটা আমি দিতে চেয়েছি।’

তবে এবারের বিপিএলে নাজমুলের সময়টা ভালো কাটেনি। জাতীয় দলের অধিনায়ক হয়েও তিনি বরিশালের একাদশে জায়গা পেয়েছেন মাত্র ৫ ম্যাচে, করেছেন ৫৬ রান। ফাইনালসহ শেষ ৮ ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি। তা সত্ত্বেও দলের প্রতি তার নিবেদন নিয়ে প্রশংসা করেছেন তামিম, ‘জাতীয় দলের অধিনায়ক হয়েও আমাদের কম্বিনেশনের কারণে বেশি ম্যাচ খেলতে পারেনি। তবে সে কখনোই হতাশা প্রকাশ করেনি, বরং দলের প্রতি তার নিবেদন ছিল অসাধারণ।’

গত আসরেও বরিশালকে চ্যাম্পিয়ন করেছিলেন তামিম। মুশফিক ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ছিলেন তার দলে। এবারও শিরোপা জিতলেও প্রথমবারের জয়টাকে আলাদা করে দেখছেন বরিশাল অধিনায়ক, ‘গতবার আমাদের যাত্রাটা ছিল এপিক! অর্ধেক টুর্নামেন্টের পরও আমরা বাদ পড়ার কাছাকাছি ছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়া ছিল অবিশ্বাস্য! বরিশালের মানুষের জন্য সেটি বিশেষ কিছু ছিল।’

এবার বরিশাল লিগ পর্বে সবচেয়ে এগিয়ে ছিল, ১২ ম্যাচের ৯টিতে জিতে শীর্ষস্থান ধরে রেখেছিল তারা। এরপর কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় এবং ১৯৪ রানের লক্ষ্যে নেমে ৩ উইকেটে জয় পায়।

তবু দুটি শিরোপার মধ্যে বেছে নিতে বললে তামিম সবসময় প্রথমটিকেই এগিয়ে রাখবেন, ‘এবার আমরা পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়েছি, তবে প্রথম শিরোপা জয়টা আমার কাছে সবচেয়ে কাছের।’

Leave a Reply

Your email address will not be published.