“বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন সানি দেওল”

“বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন সানি দেওল”

লিউড ছাড়ার ঘোষণা দিলেন সানি দেওল

সম্প্রতি বলিউড ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। এবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে স্থায়ীভাবে সরে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করলেন সানি দেওল। সদ্য তার হাত ধরে দক্ষিণী পরিচালক গোপীচাঁদ মালিনেনি ‘জাট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। ট্রেলারের ঝলক দেখে দক্ষিণী দর্শকরা প্রশংসায় পঞ্চমুখ।

দেওল পরিবারের আক্ষেপ

কাপুর ও খান পরিবারের পাশাপাশি বলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দেওল পরিবার। এই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আক্ষেপ করে বলেছেন, “বলিউড কখনোই দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি।”

দক্ষিণী সিনেমার প্রশংসা ও বলিউডের সমালোচনা

এদিকে, সানি দেওল সরাসরি বলিউড পরিচালকদের সমালোচনা করে বলেন, “বলিউড পরিচালকদের উচিত দক্ষিণী প্রযোজকদের দেখে শেখা। আগে হিন্দিতে সিনেমাটা তৈরি করো, তারপর বুঝবে কীভাবে ভালো সিনেমা বানাতে হয়। চিত্রনাট্যই আসল হিরো।”

তিনি আরও বলেন, “‘জাট’ সিনেমাটি করতে গিয়ে এত মজা পেয়েছি যে ওদের বলে এসেছি, আমাকে নিয়ে যেন আরও একটি সিনেমা তৈরি করে। হয়তো একদিন দক্ষিণে গিয়ে পাকাপাকিভাবে বসবাস শুরু করব।”

নিজের সিনেমার প্রতি বিশ্বাস

সানি দেওল আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমার হাতের কামাল দেখেছে গোটা উত্তর ভারত, এবার দক্ষিণ ভারত দেখবে। বিদেশি প্রভাবে আমাদের ইন্ডাস্ট্রির কী অবস্থা হয়েছে! আমরা ভুলে গেছি, আমাদের দেশে একসময় ‘ঘটক’, ‘দামিনী’, ‘অর্জুন’-এর মতো সিনেমা তৈরি হতো। আমাদের ফিরে যাওয়া উচিত সেই সোনালি যুগে।”

Leave a Reply

Your email address will not be published.