ভারতের পশ্চিমবঙ্গ ও অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগলিক দূরত্ব কমাতে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চান মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা। শুক্রবার রাজধানী শিলংয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে কথা বলেন তিনি।
সাঙমার প্রস্তাবিত এই করিডোরের দৈর্ঘ্য ১০০ কিলোমিটার বা তার বেশি হতে পারে, যা মেঘালয়ের মহেন্দ্রগঞ্জকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বন্দরশহর হিলির সঙ্গে সংযুক্ত করবে। উভয় শহরেরই বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, করিডোরটি নির্মাণ করা হলে মহেন্দ্রগঞ্জ ছাড়াও মেঘালয়ের তুরা, বাঘমারা, ডালু ও ডাউকি জেলার সঙ্গে পশ্চিমবঙ্গের সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হবে।
তিনি বলেন, “যদি বাংলাদেশের মধ্য দিয়ে হিলি ও মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডোর নির্মাণ করা যায়, তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০ থেকে ৭০০ কিলোমিটার কমে যাবে।”
এটি একটি বিকল্প অর্থনৈতিক করিডোর হতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে কবে নাগাদ এটি বাস্তবায়ন হতে পারে, তা এখনই বলা কঠিন। কারণ বাংলাদেশ সরকারও এই প্রকল্পের সঙ্গে যুক্ত। তিনি জানান, ঢাকার সঙ্গে ভারত সরকারের মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে, এবং তারা এই আলোচনাকে পুনরুজ্জীবিত করতে কাজ চালিয়ে যাবেন।
Leave a Reply