বিএনপি নেতার বোনকে তালাক দেওয়ার পর ৮ মামলার আসামি রাশেদুল
বিএনপি নেতা আকতারুল আলম মাস্টারের বোন ফারজানা আক্তারকে তালাক দেওয়ার পর একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন রাশেদুল হাসান। তালাকের পরই রাশেদুলের জীবন অশান্ত হয়ে ওঠে, এবং এখন তিনি ৮টি মামলার আসামি।
জানা যায়, রাশেদুল হাসান ও ফারজানা আক্তারের মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল এবং তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু এক সময় তাদের মধ্যে বনিবনা না হওয়ায়, তারা বিচ্ছেদে চলে যান। এর পরেই ফারজানাকে তালাক দেওয়ার পর রাশেদুলের বিরুদ্ধে একের পর এক মামলায় অভিযোগ আনা হয়।
বিরোধী রাজনৈতিক দল বিএনপি নেতা আকতার মাস্টারের সঙ্গে তার সম্পর্কের কারণে বেশ কিছু সময় রাশেদুল বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। ৫টি মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ার পর, ৫ আগস্টের পর নতুন মামলার স্রোত শুরু হয়। বর্তমানে রাশেদুল ৩টি মামলায় অভিযুক্ত। পাশাপাশি, তার সম্পত্তি দখল করে নিয়েছে আকতার মাস্টার ও তার সহযোগীরা।
রাশেদুল ইসলাম দাবি করেন, তার বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক হয়রানি এবং একের পর এক মামলা তাদের বিরুদ্ধে আনা হয়েছে। তিনি আরও জানান, তার বাড়ি, জমি সবকিছুই দখল করা হয়েছে এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. জয়নুল আবেদীন বলেন, তিনি অভিযুক্তদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই এবং সব মামলার বাদীই পাবলিক। অন্যদিকে, বিএনপি নেতা আকতার মাস্টার এসব অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।
Leave a Reply