বিতর্কের মধ্যেই বক্তব্য দিলেন মাইকেলের মেয়ে প্যারিস।

বিতর্কের মধ্যেই বক্তব্য দিলেন মাইকেলের মেয়ে প্যারিস।

ফ্যাশন শোতে পোশাক বিতর্কে প্যারিস জ্যাকসনের পাল্টা জবাব

আন্তর্জাতিক ফ্যাশন শোতে খোলামেলা পোশাক পরে উপস্থিত হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন মাইকেল জ্যাকসনের মেয়ে, প্যারিস জ্যাকসন। তবে বিতর্কের মাঝেই তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

প্যারিস বলেন, “পোশাক নিয়ে সবার মতামত ভিন্ন। আমি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পেয়েছি, যা স্বাভাবিক। তবে বিষয়টি নিয়ে এত আলোচনা কেন হচ্ছে, তা আমি বুঝতে পারছি না।”

তিনি আরও বলেন, “এটা কোনো বড় বিষয় নয়। পশুরা পোশাক পরে না, মানুষের শরীরও প্রকৃতিরই অংশ। এর চেয়ে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে আলোচনা করা উচিত।”

প্রসঙ্গত, কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন বহুদিন ধরেই ফ্যাশন জগতে সক্রিয়। মাইকেলের ‘মুনওয়াক’ যেমন বিশ্ব মাতিয়েছিল, তেমনই প্যারিসও নিজের স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে আলোচনায় থাকছেন।

Leave a Reply

Your email address will not be published.