৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। এখন পর্যন্ত ৭২টি দেশের ২,১৫০ জন বিদেশি অতিথি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। তারা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমদের বয়ান শুনছেন।
শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ৭২টি দেশের ২,১৫০ জন মুসুল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন, এবং এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার ফজরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। সকাল ৯:৪৫-এ খিত্তায় খিত্তায় তালিমের আমল অনুষ্ঠিত হবে, যার আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল। এছাড়া, শিক্ষকদের জন্য নির্ধারিত মিম্বারে বয়ান করবেন মাওলানা ফারাহিম, ছাত্রদের নামাজের মিম্বারে বয়ান করবেন আলিগড়ের প্রফেসর আব্দুল মান্নান, এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য টিনশেড মসজিদে বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরিফ।
এবারের বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ তাবলিগ জামাতের শুরায়ি নেজামের অধীনে প্রথম পর্ব শুরু হয়েছে ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর ৮ দিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় পর্ব শুরু হবে, যা সাদ অনুসারীদের আয়োজনে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হবে।
Leave a Reply