২০২৩-২৪ অর্থবছরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর ভুল এবং অন্যান্য তথ্যের অসংগতি থাকার কারণে অনেকের উপবৃত্তির টাকা বাউন্সব্যাক হয়েছে। যেসব শিক্ষার্থীর টাকা বাউন্সব্যাক হয়েছে, তাদের জন্য পুনরায় টাকা পাঠানোর উদ্দেশ্যে তথ্য সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে।
সংশোধনের সময়সীমা:
- ২০ জানুয়ারি, ২০২৫: শিক্ষার্থীদের অ্যাকাউন্টের তথ্য সংশোধন ও হালনাগাদের শেষ তারিখ।
- ১৫ জানুয়ারি, ২০২৫: অভিভাবকের ভুল তথ্য সংশোধনের জন্য নির্ধারিত ই-মেইলে আবেদন পাঠানোর শেষ তারিখ।
প্রক্রিয়া:
১. শিক্ষার্থীদের ভুল তথ্য সংশোধনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এসইএসপি-এমআইএস সফটওয়্যার ব্যবহার করতে হবে।
২. অভিভাবকের তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান mis.hsp@pmeat.gov.bd ই-মেইলে আবেদন পাঠাবেন।
বিশেষ নির্দেশনা:
- একাধিক পেমেন্ট চক্রে বাউন্সব্যাক থাকলে যেকোনো একটি চক্র সংশোধন করলেই অন্যান্য চক্র স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত হবে।
- সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এসব নির্দেশনা অনুসরণ করে যথাসময়ে প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
Leave a Reply