ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজনে থাকছে ২৭টি নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের সংগীতানুষ্ঠান এবং কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠান।
ঈদের সাত দিন প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’ এবং সকাল ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। তাছাড়া, ঈদের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘ফানি মোমেন্ট’ নামক কমেডি শো।
একইভাবে, দুপুর ১টায় প্রচার হবে জনপ্রিয় চলচ্চিত্রের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’, যা উপস্থাপন করবেন তমা রসিদ। এছাড়া, বৈশাখী টিভি সাপ্তাহিক সিনেমা মেগা আয়োজনে মোট ৭টি সিনেমা প্রচার করবে, যার মধ্যে ঈদের দিন থাকবে ‘কোটি টাকার কাবিন’ এবং পরবর্তী দিনগুলোতে থাকবে আরও বিশেষ চলচ্চিত্র।
নাটকপ্রেমীদের জন্য প্রচারিত হবে ২৭টি নাটক, এর মধ্যে রয়েছে ১৫টি একক নাটক, ৭টি মেগা নাটক এবং ৫টি ধারাবাহিক নাটক। নাটকগুলোর মধ্যে মোশারফ করিম, তানিয়া বৃষ্টি, খায়রুল বাসার, তানজিন তিশা, এবং আরও জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন।
ঈদের এ বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশন দর্শকদের জন্য থাকবে এক অনন্য বিনোদনমূলক অভিজ্ঞতা, বলে জানিয়েছেন টিপু আলম মিলন, বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।
Leave a Reply