প্রায় এক বছর পাঁচ মাস পর নতুন ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট। ব্ল্যাকপিঙ্ক তাদের অফিশিয়াল ব্লগে একটি টিজার ভিডিও প্রকাশ করেছে।
এর আগে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ‘বর্ন পিঙ্ক’ ট্যুরে বিশ্বব্যাপী সফর করেছে লিসা, জেনি, রোজ এবং জিসু। এই ট্যুরে বিশ্বের ৩৪টি শহরে ১৮ লাখ শ্রোতার সামনে গান পরিবেশন করেছে দলটি, যা নারীদের কে-পপ গ্রুপের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ল্ড ট্যুর হিসেবে পরিচিত।
‘বর্ন পিঙ্ক’ ট্যুরের এক বছর পাঁচ মাস পর ব্ল্যাকপিঙ্ক ঘোষণা করেছে নতুন ওয়ার্ল্ড ট্যুরের। তবে, ওয়ার্ল্ড ট্যুরটি কবে ও কোথা থেকে শুরু হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনও জানায়নি ওয়াইজি এন্টারটেইনমেন্ট।
২০১৬ সালের ৮ আগস্ট যাত্রা শুরু করে ব্ল্যাকপিঙ্ক, এবং এখন তারা দেশের সীমানা পেরিয়ে নানা ভাষায় পারফর্ম করে একাধিক দেশের এবং বয়সের ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ব্ল্যাকপিঙ্কের সদস্যরা—জিসু, জেনি, রোজ এবং লিসা—তাদের দুর্দান্ত কণ্ঠ ও মঞ্চ উপস্থিতির মাধ্যমে ‘ব্লিঙ্ক’ নামে পরিচিত অগণিত ভক্ত তৈরি করেছে।
Leave a Reply