৫ আগস্ট পতন না হলে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করা হতো: চমক
অভিনেত্রী চমক মনে করেন, যদি ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন না ঘটতো, তাহলে আন্দোলনকারীদের দেশদ্রোহীতার অভিযোগে নিশ্চিহ্ন করে ফেলা হতো।
শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন এবং আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করেন।
চমকের বক্তব্য
তার স্ট্যাটাসে তিনি লিখেছেন—
“কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস নয়। দুটোকে মিলিয়ে ফেলবেন না।”
তিনি আরও লেখেন—
“স্বৈরাচারী সরকার ৫ আগস্টের পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম, তাদের দেশদ্রোহীতার অভিযোগে নিশ্চিহ্ন করে দেওয়া হতো। এই ভয় জানার পরও আমরা রাস্তায় নেমেছিলাম। তাই আমরা জীবনের ভয় করি না।”
আওয়ামী সমর্থকদের উদ্দেশে কটাক্ষ
চমক তার সমালোচকদের উদ্দেশে বলেন—
“মৃত্যু নিশ্চিত সামনে আসলেও, যা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, আর যা অন্যায় সেটাকে অন্যায়ই বলব। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। নিজের মুরগির মতো প্রাণ বাঁচিয়ে, আজীবন বিড়ালের মতো বেঁচে থাকুন। আমরা বাঘের মতো একদিন বাঁচতে পারলেও গর্বিত। ধন্যবাদ।”
Leave a Reply