ভূমিকা নিয়ে ফিরছেন ইমরান

ভূমিকা নিয়ে ফিরছেন ইমরান

ওটিটিতে কামব্যাক করছেন ইমরান খান

বলিউড অভিনেতা ইমরান খান, যাকে একসময় ভারতের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হতো, আবারও অভিনয়ে ফিরছেন। দীর্ঘ ১০ বছর বি-টাউন থেকে দূরে থাকার পর এবার তিনি হাজির হচ্ছেন ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের একটি ওয়েব ফিল্মে।

২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে অভিষেক ঘটে আমির খানের ভাগনে ইমরান খানের। প্রথম ছবিতেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর ‘আই হেট লাভ স্টোরিস’, ‘দিল্লি বেলি’, ‘মেরি ব্রাদার কি দুলহান’-এর মতো একের পর এক সফল সিনেমায় কাজ করেন। দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর ও ক্যাটরিনা কাইফের মতো প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও জুটি বাঁধেন তিনি। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায়ই স্বেচ্ছায় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন।

এবার তিনি ফিরছেন নতুন উদ্যমে। নেটফ্লিক্সের আসন্ন ওয়েব ফিল্মে ইমরানের বিপরীতে থাকবেন ভূমি পেডনেকার। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে জানা গেছে এটি একটি রোমান্টিক গল্পে নির্মিত হবে। পরিচালনার দায়িত্বে থাকছেন দানিশ আসলাম, যিনি ইমরান ও দীপিকাকে নিয়ে ‘ব্রেক কে বাদ’ সিনেমাটি তৈরি করেছিলেন।

ওয়েব ফিল্মটি প্রযোজনা করবেন আমির খান। শুটিং শুরু হবে আগামী এপ্রিল মাসে। উল্লেখ্য, ২০১৫ সালে ‘কাট্টি বাট্টি’ সিনেমায় কঙ্গনা রানৌতের বিপরীতে অভিনয় করেছিলেন ইমরান। সেটিই ছিল বড় পর্দায় তার শেষ উপস্থিতি। এবার ওটিটিতে তার কামব্যাক কতটা সফল হয়, সেটাই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published.