ভৈরবে একুশে বইমেলার মঞ্চে মঞ্চস্থ হলো বীরকন্যা প্রীতিলতার সংগ্রামী জীবন নিয়ে লেখা নাটক ‘প্রীতিলতা’। শুক্রবার নাটকটি পরিবেশন করে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা। নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন সংগঠনটির উপদেষ্টা সুমাইয়া হামিদ।
নাটকের কাহিনি গড়ে উঠেছে ব্রিটিশ শাসনমুক্ত স্বদেশ গড়ার স্বপ্নে বিপ্লবী হয়ে ওঠা প্রীতিলতার জীবন ও আত্মত্যাগকে কেন্দ্র করে। এতে তুলে ধরা হয়েছে, কীভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন সূর্য সেন ও প্রীতিলতা, এবং কীভাবে তাঁরা সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন।
নাটকে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেন ভৈরব বন্ধুসভার সহসাংস্কৃতিক সম্পাদক অন্বেষা। মাস্টারদা সূর্য সেনের চরিত্রে ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বী। অন্যান্য চরিত্রে ছিলেন নাফিস রহমান, রাহিম আহমেদ, মেধা, মাহিন, তানু, প্রীতি, মোশারফ, অনিক, নিধি, মুনিয়া, হাবিবুল্লাহ ও শ্রেষ্ঠা।
নাটক শেষে ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী বলেন, “প্রতি বছর বইমেলার মঞ্চে নতুন ও ভাবনাসমৃদ্ধ নাটক উপস্থাপন করে বন্ধুসভা। তাদের প্রতিটি প্রযোজনা দর্শকদের মুগ্ধ করে। আজকের নাটকের বিষয়বস্তু অতীতের হলেও, এটি বর্তমান সময়েও সমান গুরুত্বপূর্ণ।”
নির্দেশক সুমাইয়া হামিদ বলেন, “বিপ্লবীদের স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। যদি তা হতো, তবে আমরা আরও সুন্দর একটি দেশ পেতাম। নাটকের মাধ্যমে বর্তমান প্রজন্মকে সেই সুন্দর দেশ গড়ার আহ্বান জানানো হয়েছে।”
বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশু ও সাধারণ সম্পাদক এরফান হোসেন দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এর আগেও বইমেলার মঞ্চে ‘মহুয়া’, ‘চন্দ্রাবতী’, ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘সাত ভাই চম্পা’ ও ‘লালন’-এর মতো নাটক মঞ্চস্থ হয়েছে। ভবিষ্যতেও আমরা নান্দনিক ও চিন্তাশীল নাটক পরিবেশন করে যাব।”
Leave a Reply