অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে আগের রাতেই এল ক্লাসিকোর মঞ্চ প্রস্তুত করেছিল বার্সেলোনা। অপেক্ষা ছিল গতকাল রাতে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করার। জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে নিজেদের কাজ নিখুঁতভাবে শেষ করেছে রিয়াল।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে নিশ্চিত হলো মরুর বুকে আরেকটি এল ক্লাসিকো। রোববার রাতে জেদ্দাতেই সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। ফাইনালে জিতলে ১৪তম সুপার কাপ জিতে বার্সার সঙ্গে শিরোপার সংখ্যায় সমতা আনবে রিয়াল।
গতকাল রাতে ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ দাপুটে ফুটবল খেলেছে। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেললেও প্রতিপক্ষের রক্ষণের কাছে আক্রমণগুলো বারবার ব্যর্থ হচ্ছিল। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পরও রিয়ালের দাপট বজায় ছিল। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬৩ মিনিট পর্যন্ত, যখন জুড বেলিংহাম রিয়ালকে এগিয়ে দেন।
মায়োর্কার গোলরক্ষক বেশ কয়েকটি আক্রমণ রুখে দিলেও শেষ পর্যন্ত বেলিংহামের দারুণ প্রচেষ্টায় গোল হয়। মনে হচ্ছিল, এই একমাত্র গোলেই ম্যাচ শেষ হবে। কিন্তু যোগ করা সময়ে রিয়াল করে আরও দুটি গোল। ৯২ মিনিটে মায়োর্কার আত্মঘাতী গোল এবং ৯৫ মিনিটে রদ্রিগোর দারুণ ফিনিশিংয়ে ম্যাচের স্কোর দাঁড়ায় ৩-০।
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
রিয়ালের এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে দেখা মিলবে এল ক্লাসিকোর। গত বছর সুপার কাপে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। ২০২৩ সালে শিরোপা জিতেছিল বার্সেলোনা।
ফাইনালের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘ক্লাসিকো নিয়ে অনুমান করা সবসময় কঠিন। গত বছর আমরা তাদের ৪-১ গোলে হারিয়েছিলাম। আবার তারা বার্নাব্যুতে আমাদের ৪-০ গোলে হারিয়েছে। ম্যাচটি উপভোগ্য হবে, কারণ মাঠে দুই দলের মানসম্পন্ন খেলোয়াড়রা থাকবে। আমরা অবশ্যই সেরা দল হিসেবে ম্যাচ শেষ করতে চাই।’
এবারের ফাইনালকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। মরুর বুকে এল ক্লাসিকো তাই শুধু দুই দলের জন্য নয়, ফুটবলপ্রেমীদের জন্যও একটি বিশেষ মুহূর্ত।
4o
Leave a Reply